ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ৩:২৩ অপরাহ্ন

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা, বাবা হাসপাতালে

  • আপডেট: Saturday, January 24, 2026 - 12:43 pm

গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি) সংবাদদাতা।। গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন গর্ভধারিণী মা। একই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এখন শোকের মাতম চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (২৮)। তিনি নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে আশরাফুলের এই অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবারে চরম হাহাকার শুরু হয়। একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শোনার পরপরই মা আছিয়া বেগম (৪৮) তীব্র মানসিক আঘাত সহ্য করতে না পেরে স্ট্রোকে আক্রান্ত হন। স্বজনরা তাকে সামলানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

একদিকে ঢাকায় ছেলের লাশ, অন্যদিকে বাড়িতে স্ত্রীর নিথর দেহ- এমন অবর্ণনীয় শোক সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবা রহিম উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে নীলকুঠি গ্রামের পারিবারিক কবরস্থানে মা ও ছেলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আশরাফুলের চাচা রফিকুল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, পরিবারের হাল ধরতে ছেলেটি ঢাকায় গিয়েছিল। এক জুমায় ছেলে গেল, সেই শোকে মাও চলে গেল। পুরো পরিবারটি আজ তছনছ হয়ে গেল।