ছুটি শেষে মানুষের স্রোত এখন রাজধানীমুখী

নিজস্ব প্রতিবেদক।। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন পেশার মানুষ। ঈদের তৃতীয় দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমিত পরিসরে রাজধানীতে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে। ব্যক্তিগত কাজে আর ভোগান্তি এড়াতে বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরকারি হিসাব অনুযায়ী, এবারের ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়েছিলেন। তবে ঈদ শেষে এখনও রাজধানী ছাড়ছে অনেকে।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে রাজধানীতে পুনরায় চালু হয়েছে গণপরিবহন ও রেল যোগাযোগ।
রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকায় ফেরার তুলনায় এখনো ঢাকা ত্যাগ করা যাত্রীর সংখ্যা বেশি। তবে কর্মস্থল চালু হওয়ার আগমুহূর্তে রাজধানীমুখী চাপ অনেক বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।