ছুটির দিনেও ফুটপাত পরিষ্কার অভিযানে ইউএনও : ২২ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন, হাটহাজারী।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলা ও পৌর প্রশাসন।
ইউএনওর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পৌর এলাকার পৌর বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ড্রেনেজের উপর বসে ব্যবসা করার অপরাধে ৮ জনকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডবিধি আইন ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের অর্থদণ্ড প্রদান করা হয়।
ছুটির দিনেও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযান পরিচালনা করেন। তিনি সবাইকে সচেতন হওয়ার নির্দেশ দেন। অভিযান অব্যাহত থাকবে বলেও সাংবাদিকদের জানান।