ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম

ছাত্রলীগের গিয়াস উদ্দিন সোহাগের সহযোগী ইমন মোল্যা ইয়াবাসহ আটক

  • আপডেট: Sunday, April 6, 2025 - 3:35 pm
নাছির উদ্দিন পল্লব, দোহার ঢাকা।।ছাত্রলীগের গিয়াস উদ্দিন সোহাগের অন্যতম সহযোগী ইমন মোল্যাকে ১৭০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।
শনিবার বিকাল পৌনে চারটায় গোপন সংবাদের ভিক্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারগাঁও বাজার এলাকায় তাকে আটক করে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল রাফসান আহমেদ ওরেফে ইমন মোল্লা (২৪) কে আটক করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানান লুৎফর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার দর আনুমানিক একান্ন হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়ধীন।