ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৫ - ৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম

ছাত্রনেতা নাহিদ আলমের জন্মদিনে উপলক্ষে বৃক্ষরোপণ ও শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট: Wednesday, September 3, 2025 - 12:47 pm

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ছাত্রনেতা নাহিদ আলমের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী নানা সামাজিক কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে বাঘাইছড়ি ছাত্রদলের নেতাকর্মীরা।

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের নেতারা বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে ছাত্রনেতা নাহিদ আলমের জন্মদিনকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে উদযাপন করা হয়।

দিনটির বিশেষ অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিলে ছাত্রনেতা নাহিদ আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, শাহাদাত হোসেন ও নাহিদুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাউল হকসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং সমাজের কল্যাণে কাজ করার একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।