চেম্বার আদালতের আদেশ বহাল, ডাকসু নির্বাচনে বাধা নেই

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া, তদন্ত ও চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না।
আজ বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এবং রিটের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে অংশ নেন।