শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোর থেকে সকাল পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি তীব্র হয়ে উঠছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমেল হাওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে।
ঘন কুয়াশার কারণে জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচল করছে ধীরগতিতে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি বেড়েছে।
শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যাচ্ছে। গ্রামাঞ্চলে শীতজনিত অসুস্থতার খবরও মিলছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
এদিকে শীতার্ত মানুষের মাঝে দ্রুত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা











