ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু, ডাক্তার পলায়নসহ ক্লিনিক সিলগালা

  • আপডেট: Saturday, December 6, 2025 - 12:06 am
স্টাফ রিপোর্টার, মোংলা।। মোংলা পৌরসভার মাদ্রাসা রোডে অবস্থিত রাব্বি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনে ও চিকিৎসকের অবহেলায় বৃষ্টি আক্তার (১৯) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর রোগীকে অপারেশন থিয়েটারে ফেলে চিকিৎসক, নার্সসহ ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়।
নিহত বৃষ্টি আক্তার মোংলার ঢালীরখন্ড এলাকার রুহুল আমিনের স্ত্রী। তাদের ঘরে এটিই ছিল প্রথম সন্তান। সিজারে একটি পুত্রসন্তান জন্ম নিলেও মায়ের প্রাণ বাঁচানো যায়নি। বর্তমানে নবজাতকটি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের বাবা কামাল সিকদার  জানান, রাব্বি ক্লিনিকের কর্তৃপক্ষের সাথে সিজার অপারেশনের জন্য  ১২০০০ হাজার  টাকার কনট্রাক হয় পরে দুপুর সাড়ে ১২টার সিজার শুরু হয়
এক থেকে দেড় ঘন্টা এই অপারেশন চলে পরে জানতে পারি  আমার মেয়ের  আর বেঁচে নেই। মৃত্যুর পর রোগীকে অপারেশন থিয়েটারে ফেলে চিকিৎসক, নার্সসহ ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়।
অভিযুক্ত রাব্বি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এনামুল কোবির ও চিকিৎসকরা হলেন ডা. জিয়াউল আহসান (এমবিবিএস, পিজিটি সার্জারি) ও ডা. আল-মামুন। স্থানীয় লোকজনের দাবি করছেন, এই দুই চিকিৎসকের সিজারিয়ান অপারেশনের বৈধ সনদ আছে কি না, তা খতিয়ে দেখা হোক। এর আগেও একাধিকবার এই ক্লিনিকটির বিরুদ্ধে অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে।
ঘটনার পর স্থানীয় জনতার মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান,
মৃত্যুর পর রোগীকে অপারেশন থিয়েটারে ফেলে চিকিৎসক, নার্সসহ ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়। কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হাসান জুয়েল ঘটনাস্থলে পৌঁছে ক্লিনিকটি সিলগালা করে দেন। এ ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললে জানান ।
স্থানীয় বাসিন্দারা এই ক্লিনিক অবিলম্বে বন্ধ এবং দায়ী চিকিৎসকদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।