ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম

চান্দগাঁওয়ে হিযবুত তাহরীর সদস্য আটক

  • আপডেট: Thursday, September 25, 2025 - 10:58 am


নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  ভোরে কিডস হ্যাভেন কিন্ডারগার্টেন সংলগ্ন ইউসুফ ম্যানশনের তৃতীয় তলার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ মোসলেহ উদ্দিন (৩০)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির জানান, অভিযানে সংগঠনটির প্রচারণায় ব্যবহৃত বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল শতাধিক লিফলেট, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, বিভিন্ন বই ও পুস্তক, ব্যানার, ফেস্টুন, পতাকা, টিশার্টসহ নানা উপকরণ। এছাড়া উদ্ধার করা হয়েছে একটি ডিভিডি প্লেয়ার, প্রিন্টার ও মনিটর।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেহ উদ্দিন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।