চাকসু নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৪২৯ প্রার্থী, নারী প্রার্থী ৪৮

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৪৮ জন, যা মোট জমাদানকারীদের প্রায় ১১ শতাংশ। শনিবার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনার ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।
চাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মোট ২৮টি পদ থাকলেও এবার ২৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদকসহ বিভিন্ন পদ অন্তর্ভুক্ত রয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত দুটি পদও রয়েছে— ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক।
এবার চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ মিলে মোট ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৫২৮ জন। তবে চূড়ান্তভাবে জমা পড়েছে ৪২৯টি মনোনয়নপত্র। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়নপত্র নিয়েছেন ৬৩৪ জন, যার মধ্যে জমা পড়েছে ৫০১টি।
তফসিল অনুযায়ী, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে সোমবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২৫ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে একযোগে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ভোট দেবেন ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, প্রার্থীদের ডোপ টেস্টের ফল ইতিবাচক হলে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।