ঢাকা | জানুয়ারী ২৯, ২০২৫ - ৪:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ

  • আপডেট: Sunday, September 8, 2024 - 1:39 pm

গোমাস্তাপুর থেকে আনোয়ার হোসেন।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাইয়ের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সার ও বীজ বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
কৃষি সম্প্রসারণ অফিসার, জেসমিন আক্তার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম  প্রমূখ।

এসময় প্রতি জন কৃষক কে ৫ কেজি করে মাসকালাই এর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।