ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

চমেক হাসপাতালে এসির কম্প্রেসার বিস্ফোরণ, তিন শ্রমিক আহত

  • আপডেট: Monday, October 13, 2025 - 6:23 pm

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয়তলা ভবনের ওপর এসির কম্প্রেসার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-শাখাওয়াত, তানভীর ও মিসকাত।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, “হাসপাতালের ছয়তলা ভবনের ওপর কাজ করার সময় এসির কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের কয়েকটি রগ কেটে গেছে বলে জানা গেছে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনায় কোনো রোগী বা ওয়ার্ডের কেউ আহত হননি। আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনকে আইসিইউতে রাখা হয়েছে।”