চবি ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত অভিভাবকের নাম মো. ইব্রাহীম খলিল (৬০)। তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন। তার পৈত্রিক বাড়ি কুমিল্লা জেলায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নাশিতা তাসনিম ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। শনিবার সকালে তিনি তার বাবা মো. ইব্রাহীম খলিলকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরিয়া ভবনে (নতুন কলা অনুষদ) মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।
এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে বিষয়টি দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে জানানো হয়। মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করেন, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তিনি দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এ ঘটনায় তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।











