চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালকের ১৫তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ
 
		কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও ব্যাপ্টিস্ট সংঘের সাবেক সভাপতি প্রয়াত ডা. এস. এম. চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাসপাতাল সংলগ্ন পরিচালকের বাসভবনের সামনে অবস্থিত তাঁর সমাধিতে হাসপাতাল কর্তৃপক্ষসহ নানা শ্রেণি-পেশার লোকজন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এই স্মরণসভা পরিচালনা করেন। এসময় স্মৃতিচারণ করেন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সিস্টার নমিতা মিত্র এবং পরিচালকের সহযোগী সৌমেন খিয়াং। এর আগে বাইবেল পাঠ ও প্রার্থনা সভা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভারেন্ড দিলীপ সরকার।
উল্লেখ্য, এই অঞ্চলের চিকিৎসা সেবার অগ্রদূত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডা. এস. এম. চৌধুরী ২০১১ সালের ৩০ অক্টোবর দিবাগত রাত ১টায় ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলুর জেলার ভেলুর খ্রীস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 
			









