ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৫ - ৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনায় সাংস্কৃতিক উচ্ছ্বাসে ধ্রুব সংস্কৃতি পরিষদের সনদ বিতরণ ও শিল্প প্রদর্শনী

  • আপডেট: Friday, September 5, 2025 - 10:13 am

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি। । রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অনুষ্ঠিত হলো ধ্রুব সংস্কৃতি পরিষদের বার্ষিক সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রি-ধা নৃত্য একাডেমি এবং মনোরঞ্জন আর্ট স্কুলের সঙ্গীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা শিশুদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভাপতিত্ব করেন বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, দ্যা রাইজিং সান স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন, প্রধান শিক্ষক রবিউল হোসেন মামুন, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য এবং হাসপাতালের সাবেক কর্মকর্তা অনুপ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সঙ্গীত শিক্ষক ওস্তাদ রাজেস সাহা।

অনুষ্ঠানের শুরুতে ত্রি-ধা নৃত্য একাডেমির পরিচালক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় নৃত্যানুষ্ঠান এবং বাচিক শিল্পী তামান্না ইসলাম তান্নির নেতৃত্বে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা। অভিভাবক ও সংস্কৃতি কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা