ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

  • আপডেট: Saturday, December 27, 2025 - 4:10 pm

চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবদুল করিম (২১) নামে এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (০১× এলজি) উদ্ধার করা হয়।
আটক আবদুল করিম চন্দনাইশ থানাধীন পূর্ব জোয়ারা হাজীর পাড়া এলাকার বাসিন্দা এবং মাহমুদুল হাসানের ছেলে।
যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইফতেসাম জাওয়াদ দিয়াব (১২ ফিল্ড রেজিমেন্ট)।
আটক যুবককে পরবর্তীতে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।