ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক

  • আপডেট: Monday, September 22, 2025 - 11:03 am

চন্দনাইশ প্রতিনিধি।। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লর্ড এলাহাবাদ হাইফমারা সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মার্মা, মুনিসির ছেলে লকু-ম, অক্ষয় সিং-এর ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅ এর ছেলে চাইসাও এবং সৈলক্ষ মার্মার ছেলে চাচিংপ্রু।

অভিযানকালে একটি একনলা বন্দুক, ৩০ রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় বলেন, “এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।”

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।