ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম

চন্দনাইশে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Friday, October 24, 2025 - 7:42 pm

নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি।

দিনরাত চলমান ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে চন্দনাইশ উপজেলার জনজীবনে নেমে এসেছে মারাত্মক দুর্ভোগ। সদরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পশু হাসপাতাল, ডিজিটাল সংযুক্ত বিদ্যালয়, প্রশাসনিক দপ্তর, থানা, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় “চন্দনাইশ সচেতন নাগরিক” সংগঠনের উদ্যোগে উপজেলা সদর চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দলাদলি, অনিয়ম, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবের তীব্র সমালোচনা করেন। তারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে পল্লী বিদ্যুৎ সমিতির পরিকল্পনা, কর্মসূচি ও সমস্যা ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে অবহিত করা উচিত। যুগ যুগ ধরে মিটার ভাড়া, সংযোগ স্থানান্তর, অতিরিক্ত চার্জসহ নানা খরচের মাধ্যমে জনগণকে হয়রানি ও শোষণ থেকে মুক্তি দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তারা সতর্ক করে বলেন, অবিলম্বে লোডশেডিং কমিয়ে সহনীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক নুরুল আলম মাস্টার এবং সঞ্চালনা করেন আলমগীরুল ইসলাম বঈদী। এতে বক্তব্য রাখেন কাজী আমিন উল্লাহ, মোরশেদুল আলম, সাংবাদিক খালেদ রায়হান, মাওলানা আবু ইউছুপ নূর ও শহীদুল ইসলাম। শেষে জনদুর্ভোগের অবসান কামনা করে মাওলানা আলহাজ খলিলুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।