চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রবিবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আজগর আলী, প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, সিনিয়র শিক্ষক ও কবি শাহজাহান আজাদ এবং শিক্ষক নাজিম উদ্দীন।
বক্তারা বলেন, “শিক্ষকদের হাতেই গড়ে উঠে জাতির ভবিষ্যৎ। তাদের মর্যাদা রক্ষা করতে হবে।” তারা আরও বলেন, “প্রযুক্তিনির্ভর এ যুগে শিক্ষকদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।”