চন্দনাইশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
নুরুল আলম, চন্দনাইশ।
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিন পটিয়া থেকে বাড়ি ফেরার পথে নগরপাড়া অতিক্রম করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বদুরপাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়িতে করে অনুসরণ করা ১০-১২ জনের একটি দুর্বৃত্ত দল তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা মুখ চেপে ধরে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠান।
আহতদের অভিযোগ, চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থীর অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত। জানা গেছে, উক্ত আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জসীম উদ্দিন আহমদ ধানের শীষ প্রতীক পেলেও জুলাই যোদ্ধা ও এনসিপি সংশ্লিষ্ট নেতাকর্মীরা তা মানতে নারাজ। এ নিয়ে তারা গত ১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ওই প্রার্থীকে বিগত আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে আখ্যা দেন।
প্রতিবাদ কর্মসূচি বন্ধ করতে তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তারা। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি আহতদের স্বজন ও সহকর্মীদের।
এ ঘটনায় জুলাই যোদ্ধা ও এনসিপির এক নেতা, যিনি চট্টগ্রাম-১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং জোটগত সমঝোতার কারণে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন, তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।










