ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ৪:৩৮ পূর্বাহ্ন

চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী গ্রেফতার

  • আপডেট: Monday, November 17, 2025 - 1:27 pm

 

নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিক আবদুল জব্বার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(১৬ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকাগামী ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আবদুল জব্বার চৌধুরী গাছবাড়িয়া কলেজে ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতি শুরু করেন। পরে তিনি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিষ্ঠিত এলডিপির সমর্থক হিসেবে ২০০৯ সালে চেয়ার প্রতীক নিয়ে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। অসদাচরণের অভিযোগে এ বছর তাকে এলডিপি থেকে বহিষ্কার করা হয়। পরে প্রায় এক বছর অপেক্ষার পর তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন।

২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীক নিয়ে জয়লাভ করেন। টানা তিন দফায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময়ে তিনি ‘ক্লিন ইমেজ’ সম্পন্ন জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সুপরিচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন; তবে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। পরবর্তীতে তিনি ব্যক্তিগত ব্যবসায় মনোনিবেশ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আড়ালে চলে যান। জানা গেছে, আগস্ট পরবর্তী বেশ কয়েকটি রাজনৈতিক মামলায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

আবদুল জব্বার চৌধুরী চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার সম্ভ্রান্ত চৌধুরী বাড়ির মরহুম মোখলেছুর রহমানের সন্তান।