ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ৬:২৩ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনে লড়তে এনসিপি নেতা জোবাইরুল আরিফের মনোনয়নপত্র গ্রহণ

  • আপডেট: Friday, November 21, 2025 - 6:10 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদীয় আসনে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ মনোনয়নপত্র গ্রহণ করেছেন। দলীয় সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

মনোনয়নপত্র গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ আসনে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানান, জোবাইরুল আরিফ দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, চব্বিশের জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং স্থানীয় তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সক্রিয় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করে আসছেন। ফলে চট্টগ্রাম-৮ আসনে তাঁর প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

দলীয় নেতাদের আশা, চট্টগ্রাম-৮ এলাকায় এনসিপির যে ক্রমবর্ধমান গণভিত্তি গড়ে উঠেছে, তার ওপর নির্ভর করে জোবাইরুল আরিফ একটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে সক্ষম হবেন। এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দলের “গণঅধিকার ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব” নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এ মনোনয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তারা আরও জানান, জোবাইরুল আরিফের মনোনয়ন চূড়ান্তভাবে ঘোষণার পর খুব শিগগিরই আরও বিস্তৃত ও আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করা হবে।