চট্টগ্রাম-২ আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ
মু. আজিজ, ফটিকছড়ি ।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গণি, যুব ও ক্রীড়া বিভাগের উত্তর জেলা দায়িত্বশীল ও চট্টগ্রাম জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস, জামায়াত নেতা আব্দুর রহিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,
“আজ আমার নির্বাচনী আসন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।”
এ সময় তিনি দলের নেতাকর্মী ও সাধারণ জনগণের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।











