ঢাকা | জানুয়ারী ২১, ২০২৬ - ৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ: প্রার্থী ৮ জন

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:30 pm

চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বাছাই, আপিল ও জোট সমঝোতা শেষে মোট ৮ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে থাকছেন।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে এ আসনের প্রার্থীদের প্রতীকসহ নাম, ছবি ও দলীয় পরিচয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতকানিয়া আংশিক এলাকার বিশেষ জনপ্রিয়, বিএনপির খাস সমর্থক ও নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং শফিকুল ইসলাম রাহী প্রতীক বরাদ্দ পাওয়ায় তাদের প্রার্থিতা নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটে। প্রতীক বরাদ্দ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের নির্বাচনী বিবৃতির ফলে এ আসনের ভোটের হিসাব-নিকাশে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে।
এদিকে জামায়াতে ইসলামী ও এনসিপির শক্তিশালী ও জনপ্রিয় দুই প্রার্থী ডা. শাহাদাত হোসেন ও হাসান আলী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে ১০ দলীয় জোটের প্রার্থী কর্ণেল অলি আহমদের পুত্র এলডিপি নেতা অধ্যাপক ওমর ফারুককে সমর্থন দিয়েছেন। এতে করে নির্বাচনী প্রতিযোগিতায় নতুন রূপ নিতে শুরু করেছে ভোটের সমীকরণ।
অন্যদিকে বিএনপি প্রার্থী জসীম উদ্দিন আহমদ ও এলডিপির প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের সমর্থকদের ওপর হামলার ঘটনায় কর্ণেল অলি আহমদ ও জসীম উদ্দিন আহমদকে ১ নম্বর আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ ও অশান্ত পরিবেশ বিরাজ করছে।
আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা এলাকাভিত্তিক মাঠপর্যায়ে গণসংযোগ কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে।