ঢাকা | জানুয়ারী ৫, ২০২৬ - ৪:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের জসীম উদ্দিনের মনোনয়ন বৈধ, বাদ পড়লেন দুই বিএনপি নেতা

  • আপডেট: Sunday, January 4, 2026 - 7:54 pm

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী জসীম উদ্দিন আহমদের মনোনয়নপত্র অবশেষে বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাছাইয়ে বাদ পড়েছেন বিএনপির দুই নেতা। এলডিপি ও বিএনপিসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়, চট্টগ্রামে আজ শনিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমদের মনোনয়নপত্রে ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য, হলফনামায় অসঙ্গতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আপত্তি উত্থাপন করেন। এ প্রেক্ষিতে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাইয়ের জন্য বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার এবং দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে আজ বাছাই শেষে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন—
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে অধ্যাপক ওমর ফারুক (ছাতা প্রতীক), বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী, ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মাওলানা সোলায়মান ফারুকী (মোমবাতি প্রতীক), জাতীয় পার্টির বাদশা মিয়া (লাঙ্গল প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল হামিদ (হাতপাখা প্রতীক) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হাফেজ ইলিয়াছ শাহ (আপেল প্রতীক)।
এদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটভুক্ত থাকায় এলডিপির প্রার্থীর সমর্থনে নিজেদের মনোনয়নপত্র দাখিল থেকে বিরত ছিল।