চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির প্রার্থী ওমর ফারুক, ঐক্যের ডাক কর্ণেল অলি আহমদের
নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-উত্তর সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে জোট শরীক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রার্থীতা নিশ্চিত বলে ঘোষণা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ উপজেলা এলডিপির দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জোট শরীক দল হিসেবে চট্টগ্রাম-১৪ আসনটি এলডিপি ছাড় দেবে না।”
তিনি অভিযোগ করে বলেন, “রাতের আঁধারে দুর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের মনোনয়ন দেয়া হচ্ছে। সৎ ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে বড় দলগুলো অহঙ্কারী মনোভাবে অযোগ্য প্রার্থী বাছাই করছে।”
অলি আহমদ আরও বলেন, “৭১-এর রণাঙ্গনে যুদ্ধ করেছি, পরে মন্ত্রী ছিলাম। তবুও নিজের স্বার্থে নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। ব্যাংক-বিমা বা বিদেশে বিল্ডিংয়ের মালিক না হয়ে আমি চন্দনাইশ ও সাতকানিয়ার জনগণকেই নিজের সম্পদ মনে করি।”
তিনি বলেন, “দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও নিরক্ষরতার বিরুদ্ধে এলডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের লক্ষ্য।”
সভায় তিনি বিভ্রান্তিকর তথ্য ও মোবাইল প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
উপজেলা এলডিপির সভাপতি মোতাহার মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম এয়াকুব আলী, এডভোকেট কফিল উদ্দীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহাদাত হোসেন, এপিপি এডভোকেট ইকবাল ও দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও কর্ণেল অলির জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক ওমর ফারুক। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসন থেকে এলডিপির প্রার্থী। বক্তৃতায় তিনি বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে এলডিপি কাজ করছে। অতীতে দেশকে পরনির্ভর করে তোলা হয়েছে, এখন সময় এসেছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ার।”
সম্মেলনে সাধারণ সম্পাদক আকতার আলম সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এলডিপির ৪০০টি মামলায় ২১৫ জন কর্মী ভুক্তভোগী হয়েছেন। তিনি প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করেন, যাদের আত্মত্যাগে দল টিকে আছে বলে জানান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম এয়াকুব আলী। এতে মোতাহার মিয়াকে পুনরায় সভাপতি এবং আকতার আলমকে পুনরায় সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা এলডিপির কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
শেষে কর্ণেল (অব.) অলি আহমদের দোয়া ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।











