ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজাম মনোনয়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

  • আপডেট: Tuesday, November 4, 2025 - 6:58 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় আনন্দের বন্যা বইছে। ০৩ নভেম্বর  নাম ঘোষণার পর (০৪ নভেম্বর ২০২৫) মঙ্গলবার বিকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে গাড়ি বহরে তাকে নিয়ে আসা হয় কর্ণফুলীর মইজ্জ্যারটেকে, যেখানে আগে থেকেই জড়ো হয়েছিলেন শত শত নেতা-কর্মী ও স্থানীয় জনগণ। মইজ্জ্যারটেকে পৌঁছালে ফুলের তোড়া ও শুভেচ্ছার বন্যায় ভেসে যান সরওয়ার জামাল নিজাম। তখন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান। পুরো এলাকা তখন উৎসবমুখর হয়ে ওঠে, যেন নির্বাচনের আগাম আমেজ ছড়িয়ে পড়ে কর্ণফুলী ও আনোয়ারা জুড়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা নতুন উদ্দীপনা ও আশায় উজ্জীবিত হয়েছেন।