ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম বিভাগে বিনমুল্যে টাইফয়েড টিকা পাবে ৯৮ লাখেরও বেশি শিশু

  • আপডেট: Friday, September 26, 2025 - 11:50 am

চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম বিভাগে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বৃহৎ আকারের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি)-২০২৫। সারাদেশের মতো এখানেও ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

ক্যাম্পেইন চলবে দুই ধাপে। প্রথম ধাপে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কর্মদিবস স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান। তিনি বলেন, “টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত নিরাপদ। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে টিকা দেওয়ার জন্য পরিবার, শিক্ষক ও সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা জরুরি।”

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের ৪৩ হাজার ৬১২টি শিক্ষা প্রতিষ্ঠান, ১ হাজার ২৮১টি স্থায়ী কেন্দ্র এবং ২৩ হাজার ৭৯৬টি আউটরিচ কেন্দ্রে মোট ৯৮ লাখ ৬৯ হাজার ৯২৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মপ-আপ কার্যক্রমের জন্য ১২৯টি ভ্রাম্যমাণ দল কাজ করবে।

টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ থাকলেও, কোনো কারণে যারা নিবন্ধন করতে পারবেন না, তারাও টিকা পাবেন।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. ইমং প্রু চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা প্রশাসক ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, টিকা গ্রহণের পর সামান্য জ্বর, ব্যথা বা লালচে ভাব হতে পারে, যা স্বাভাবিক এবং দ্রুত সেরে যায়। তাই গুজবে কান না দিয়ে সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে।

মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পেইনকে সফল করার আহ্বান জানান তারা।