ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম থেকে অপহৃত ছয় মাসের শিশু কুমিল্লা থেকে উদ্ধার

  • আপডেট: Sunday, October 5, 2025 - 7:25 pm

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ মিয়াবাড়ী এলাকা থেকে অপহৃত ছয় মাস বয়সী শিশু রুবাইয়া আক্তার তানহা-কে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সিমা আক্তার (৩২)-কে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

অপহৃত তানহা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মো. রুবেলের কন্যা। অভিযুক্ত সিমা আক্তার হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর চারপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে শিশুর পিতা ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ জানান, “অপহরণের পর শিশুটিকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃত সিমা আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

অপহৃত শিশু তানহাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি স্থানীয় এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।