ঢাকা | মে ১২, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠেছে ৩০ মিক্সার লরি

  • আপডেট: Sunday, May 11, 2025 - 6:19 am

জাগো জনতা অনলাইন।। আমদানি করে নির্ধারিত সময়ে খালাস না নেওয়া ৩০টি মিক্সার লরি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ই-অকশনের মাধ্যমে বিডাররা (নিলাম ডাককারী) এসব গাড়ি কিনতে পারবেন।

আগামী ২১ মে এসব গাড়ির নিলাম উন্মুক্ত করা হবে। বন্দরের নতুন কারশেডে রাখা গাড়িগুলো নিলামে আগ্রহীদের জন্য ১৩ এবং ১৪ মে দুইদিন প্রদর্শন করা হবে বলে জানিয়েছে কাস্টমস।

চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, চীনে উৎপাদিত মিক্সার লরিগুলো ২০২৩ সালে আমদানি করা হয়। সানি ব্র্যান্ডের কনক্রিট মিক্সার লরিগুলো ২০২২ সালে উৎপাদন করা। সবগুলো গাড়িই ১০ চাকার। গাড়িগুলো নতুন অবস্থাতেই রয়েছে। ই-অকশন সফটওয়ারের মাধ্যমে ২১ মে দুপুর ২টা পর্যন্ত এই নিলামের প্রস্তাবিত মূল্য গ্রহণ করা হবে।

নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা (আরও) বিজন কুমার তালুকদার বলেন, ২০২৩ সালে ৩০টি কনক্রিট মিক্সার লরি চট্টগ্রাম বন্দরে আসে। এক ব্যক্তি গাড়িগুলো আমদানি করলেও বিডারদের সুবিধার্থে গাড়িগুলো পৃথক পৃথক করে নিলাম ডাকা হয়েছে। এরমধ্যে ১৫টি গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা। বাকি ১৫টির প্রতিটির দর রাখা হয়েছে ৬৩ লাখ ৭২ হাজার ৪১৯ টাকা।