চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে ঈদগাঁওয়ে মানববন্ধন

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।। কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের দাবিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও বাস ষ্টেশনস্থ সিকদার পেট্রোল পাম্পের সামনে সচেতনতামূলক এই কর্মসূচি আয়োজন করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটি।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জানান, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করলেও সড়কের সীমিত পরিসরের কারণে যানজট ও নিয়মিত দুর্ঘটনায় সাধারণ যাত্রীদের বড় ধরনের ভোগান্তি পোহাতে হয়। তাই জরুরি ভিত্তিতে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করা প্রয়োজন।”
বক্তারা আরও বলেন, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এবং দেশি-বিদেশি পর্যটকের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের দ্রুত এই প্রকল্প গ্রহণ অপরিহার্য।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।