চট্টগ্রাম ওয়াসায় দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ দাবিতে কাফন মিছিল
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম ওয়াসায় দৈনিকভিত্তিতে কর্মরত শ্রমিক-কর্মচারীরা স্থায়ী নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তারা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মামলা চলমান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী না করে নতুন করে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা তাদের প্রতি পরিকল্পিত অবহেলা ও বৈষম্যের প্রতিফলন বলে দাবি করেন তারা। দীর্ঘদিন ধরে ওয়াসার বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করলেও স্থায়িত্ব না দিয়ে নতুন জনবল নিয়োগের উদ্যোগকে অযৌক্তিক ও অন্যায় বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, “ওয়াসার সংকটকালীন সময়ে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল। তাই প্রথমে আমাদের বৈধতা প্রদান করে পরে নতুন নিয়োগ দেওয়া উচিত। হাইকোর্টে মামলা চলমান থাকা অবস্থায় হঠাৎ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আদালতের প্রতি অসম্মান। এই অবিচারের প্রতিবাদেই আমরা একত্রিত হয়েছি।”
তারা আরও জানান, বিগত বছরগুলোতে যেমন বৈষম্যের শিকার হয়েছেন, এখনো তেমনই অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে তাদের। বর্তমানে চট্টগ্রাম ওয়াসায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করছেন।











