ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে সাবেক মন্ত্রী-এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গৃহীত

  • আপডেট: Thursday, September 25, 2025 - 12:21 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদুল ইসলাম শহিদ হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ২৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলায় বাদী শফিকুল ইসলামের নারাজি আবেদন খারিজ করে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

মামলার চার্জশিটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৩১ জন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৮৪ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার দেখানো হয়েছে।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট নগরীর বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন অটোরিকশাচালক শহিদুল ইসলাম শহিদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযোগপত্রে ১২৮ জনকে সাক্ষী করা হয়েছে—যার মধ্যে ৯৯ জন পুলিশ সদস্য, ২৮ জন সাধারণ মানুষ এবং একজন চিকিৎসক। মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মো. ফয়সাল এ বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের আন্দোলন-সংঘর্ষ সম্পর্কিত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম চার্জশিট গৃহীত হলো।