ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে লক্ষাধিক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু

  • আপডেট: Thursday, October 2, 2025 - 6:31 pm

নিজস্ব প্রতিবেদক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো থেকে লক্ষাধিক কর্মকর্তার তালিকা চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ জানান, বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই শেষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হবে। এরপর ধাপে ধাপে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন অফিস। এ লক্ষ্যে ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের খসড়া তালিকাও প্রকাশ করা হয়েছে। আগামী ৯ অক্টোবর শুনানি শেষে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হবে এবং ৩১ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি সূত্র জানায়, গত দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ২ হাজার ২২টি ভোটকেন্দ্র ছিল। এর মধ্যে ২৭৫টি কেন্দ্র জরাজীর্ণ হিসেবে চিহ্নিত হয়—যেখানে দরজা-জানালা ভাঙা, বিদ্যুৎ-পানি নেই, রাস্তাঘাটও নষ্ট। এসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এবারের হালনাগাদে চট্টগ্রামের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৭ লাখ।

নির্বাচন কর্মকর্তারা বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত, যাচাই-বাছাই, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা দীর্ঘ সময়সাপেক্ষ প্রক্রিয়া। এজন্য তফসিল ঘোষণার আগেই এসব কাজ শুরু করতে হয়। সাধারণত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকেরা ভোটগ্রহণের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে নির্বাচন কমিশন।