ঢাকা | অক্টোবর ১৪, ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে দুই রেস্টুরেন্টকে জরিমানা

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 6:30 pm

চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম নগরীতে ভেজালবিরোধী অভিযানে দুই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরীর লালদীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বিভিন্ন ধরনের রাসায়নিক, রং ও ফ্লেভার ব্যবহার এবং ফুটপাত দখল করে দোকানের পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার বিষয়গুলো আমলে নেন ম্যাজিস্ট্রেট।

এসব অপরাধের দায়ে জালালাবাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং কে.সি. দে রোডের ডেক্সি বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, জনস্বার্থে ভেজাল ও অনিয়মবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।