ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে বিপুল পরিমাণ বার্মিজপণ্যসহ ৬ পাচারকারী আটক

  • আপডেট: Friday, November 7, 2025 - 6:32 pm

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আনা প্রায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মিয়ানমার থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২৬ লাখ টাকার পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২ হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট, ৪৫টি বার্মিজ শাড়ি ও আরও বিভিন্ন ধরনের বার্মিজ সামগ্রী। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা ও ছয়জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, জব্দ করা পণ্য, নৌযান ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”