ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে বিপুল পরিমাণ মা ইলিশ জব্দ, ৪ জেলেকে জরিমানা

  • আপডেট: Sunday, October 12, 2025 - 6:20 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে অভিযান চালিয়ে সাগর থেকে আসা চারটি ফিশিং বোট থেকে প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় চারজন জেলেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১২ অক্টোবর) সকালে নৌ পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার খবর পেয়ে আকমল আলী মৎস্যঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা প্রায় ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।