চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শেষ পর্যায়ে, লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ অর্জন করেছে চসিক
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ শিশুকে টিকাদান সম্পন্ন করতে সক্ষম হয়েছে চসিক।
বুধবার (১২ নভেম্বর) টাইগারপাসস্থ চসিক কনফারেন্স রুমে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত সমন্বয় কমিটির দ্বিতীয় কো-অর্ডিনেশন সভায় এই তথ্য জানানো হয়।
চসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, সারা দেশে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ৯১ শতাংশ অর্জিত হয়েছে, যেখানে চসিক একাই ৯৩ শতাংশ লক্ষ্য অর্জন করেছে। চসিক আশা করছে, শেষ দিন বৃহস্পতিবারের মধ্যে এই অর্জন ৯৫ শতাংশে উন্নীত হবে।
চসিকের বিভিন্ন জোনের মধ্যে আগ্রাবাদ জোনে ১০০ শতাংশ, বন্দর জোনে ৯৫ শতাংশ, কাপাসগোলা ৮৬ শতাংশ, মেমন ৯৯ শতাংশ, উত্তর কাট্টলি ৯৭ শতাংশ এবং পাঁচলাইশ জোনে ৭৪ শতাংশ টিকাদান লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী, ইউনিসেফ কনসালট্যান্ট ডা. সারোয়ার আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর এসআইএমও ডা. খাদিজা আহমেদসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা জানান, সুষ্ঠু পরিকল্পনা, স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা এবং স্থানীয় জনগণের সহযোগিতার কারণেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে।











