ঢাকা | নভেম্বর ১১, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে জাল নোট মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ড

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 6:23 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় একযুগ আগে জাল নোট জব্দের ঘটনায় দায়ের করা মামলায় মো. আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল–৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম হলদিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. আবুল কাশেম।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আবুল কাশেমকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেমকে গ্রেপ্তার করে। তল্লাশিতে তার প্যান্টের বাম পকেট থেকে ১ হাজার টাকার ২৮টি জাল নোট (মোট ২৮ হাজার টাকা) উদ্ধার করা হয়।

এ ঘটনায় নগরীর বাকলিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪–এর ২৫(এ) ধারায় অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়।