ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Sunday, September 21, 2025 - 1:05 pm

চট্টগ্রাম প্রতিনিধি।। চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জালনোট ও ওয়াকিটকিসহ যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) নতুন রেলওয়ে স্টেশনের ৭ নম্বর পার্কিং প্রবেশমুখে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন মো. আজিম (৩০) ও মো. সোহাগ (৩৬)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “অভিযানে প্রথমে মো. আজিমকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম স্বীকার করেছে যে, সহযোগী মো. সোহাগের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে জালনোট ব্যবসা চালিয়ে আসছিল। ওয়াকিটকির মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।