ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:০২ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে কাচ্চি ডাইন ও কেএফসিসহ তিন রেস্টুরেন্টে জরিমানা

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 11:00 am

চট্টগ্রাম প্রতিনিধি।। মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবারে অননুমোদিত উপকরণ ব্যবহার করায় চট্টগ্রামের তিনটি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জিইসি মোড়ে অভিযান চালিয়ে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে প্রাকৃতিক মশলার পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল ব্যবহার এবং নিজস্ব মোড়কে খাবারের মেয়াদ উল্লেখ না করায় কেএফসিকে ২০ হাজার টাকা ও ক্যান্ডি কে-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সবমিলিয়ে তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানের সময় বিভিন্ন যুক্তি দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত খাবারে পাম অয়েল ব্যবহারের কথা স্বীকার করে কেএফসি। তবে এটি তাদের কোম্পানির নীতিমালা অনুযায়ী করা হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।