ঢাকা | অক্টোবর ২৫, ২০২৫ - ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ১২তম আজিমুশশান সুন্নী কনফারেন্স সম্পন্ন

  • আপডেট: Saturday, October 25, 2025 - 7:10 pm

চট্টগ্রাম প্রতিনিধি।

স্বাধীনতা তরুণ সংঘ ও গাউছিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রামের হাটহাজারী বড়দিঘীর উত্তর পাড়ে হযরত ফজর আলী শাহ (রহ.) জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে দুই দিনব্যাপী ১২তম আজিমুশশান সুন্নী কনফারেন্স সম্পন্ন হয়েছে।

গত ২৩ ও ২৪ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) অনুষ্ঠিত এ ধর্মীয় মহাসম্মেলনে দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

২৩ অক্টোবর উদ্বোধনী পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা কাজী হারুন ছাহেব। বাদে মাগরিব গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন ড. মুহাম্মদ আনোয়ার হোসেন ও হযরত মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ আল কাদেরী। মাহফিল সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম।

পরদিন ২৪ অক্টোবর বাদে মাগরিব সেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে তকরির পেশ করেন হাটহাজারী আধুরপাড়া জান্নাতুল ইসলাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ ফোরকান কাদেরী। এছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা ঈমাম আজম রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর এবং হযরত মাওলানা মুহাম্মদ হাসানুল হক কাদেরী।

প্রধান ওয়ায়েজ হিসেবে ইসলামী আলোচনা পেশ করেন রাঙ্গুনিয়া রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বয়ানী।

দুই দিনব্যাপী এই কনফারেন্সে বক্তারা গাউছে পাকের চরিত্র, আদর্শ ও কারামতের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচারের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হুজুর খাজা গরিবে নেওয়াজ (রহ.) উত্তম আদর্শ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে ৯০ লক্ষাধিক মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় এনেছেন—কোনো অস্ত্র বা বলপ্রয়োগ ছাড়াই।

বক্তারা যুব সমাজ, ছাত্র সমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান—গাউছে পাকের চরিত্র ও জীবনাদর্শ হৃদয়ে ধারণ করে নৈতিক ও চারিত্রিক গুণাবলিতে নিজেদের গড়ে তোলার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও দেশকে ইতিবাচকভাবে পরিবর্তন আনতে হবে।

কনফারেন্সের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন ও আখেরি মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী।