ঢাকা | জুলাই ৫, ২০২৫ - ৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামের ভূজপুরে বোনকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করল ভাই

  • আপডেট: Saturday, July 5, 2025 - 10:04 am

মু. আজিজ, চট্টগ্রাম।। চট্টগ্রামের ভূজপুর থানাধীন সুয়াবিন ইউনিয়নের উদালিয়া চা বাগানে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইয়ের হাতে শূক্তা মাঝি (১৬) নামে এক কিশোরী নির্মমভাবে খুন হয়েছে।

জানা যায়, অদ্য শনিবার ভোররাতে আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ৯ নম্বর ওয়ার্ডের পহেলা টিলায় নিজ বসতঘরে শূক্তা মাঝি ও তার চাচাতো ভাই রতন দাস (৩৫) এর মধ্যে কথা কাটাকাটি হয়। শহরে নিয়ে গিয়ে টেইলার্সের কাজ শেখানো নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে উত্তেজিত হয়ে রতন দাস হাতে থাকা বটি দিয়ে শূক্তার মুখমণ্ডল ও চোখে উপর্যুপরি কোপ দেয়।

ভিকটিমের স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শূক্তা মাঝি উদালিয়া চা বাগানের বাসিন্দা কৃষ্ণ মাঝি ও কৃষ্ণ বালা মাঝির কন্যা। অভিযুক্ত রতন দাস মিলন দাসের পুত্র এবং একই এলাকার বাসিন্দা।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাবলাবুল আলম বলেন, প্রাথমিকভাবে এটি একটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটে যাওয়া হত্যাকাণ্ড বলে ধারণা করছি। অভিযুক্ত রতন দাসকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারও করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।