চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আইনজীবী আহত

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ার মালুমঘাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দিলে চট্টগ্রামের এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আইনজীবীর নাম মাহমুদুল ইসলাম সুমন। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্যানেল আইনজীবী। দুর্ঘটনার পর মালুমঘাট হাইওয়ে থানার ইন্সপেক্টর মেহেদী হাসানের সহায়তায় তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সুমন জানান, গাড়িতে তিনজন যাত্রী ছিলেন। মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করায় বৃষ্টির পানিতে তা কাদায় পরিণত হয়। ওই কাদা জমে থাকা অংশে গাড়ির চাকা পিছলে গিয়ে বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে তারা রক্ষা পান।