ঢাকা | নভেম্বর ২৪, ২০২৫ - ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম

চকরিয়ায় রেললাইন হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, November 24, 2025 - 6:50 pm

নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজারের চকরিয়ায় রেললাইন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার হারবাং নতুন বাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের ওপর মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

হারবাং রেলওয়ে স্টেশনের ইনচার্জ রশিদুল ইসলাম জানান, রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে (রোববার) সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রামগামী ট্রেনটি রাত সাড়ে নয়টার দিকে হারবাং অতিক্রম করে।”

কক্সবাজার রেলওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজালাল জানান, নিহত ব্যক্তির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথা, হাত ও বুকের পাঁজরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দাফনের জন্য হস্তান্তর করা হবে।