ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

চকরিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ৩ আসামি গ্রেফতার

  • আপডেট: Monday, September 22, 2025 - 12:23 pm

কক্সবাজার (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার সোমবার (২২ সেপ্টেম্বর)  বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের মধ্যে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে হুমায়ুন কবির রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ারুল কবিরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন।

অন্য দুই গ্রেফতার আসামি হলেন – লামার ইয়াংছার হিমছড়ি এলাকার নুরুল আলমের ছেলে ফরিদুল আলম এবং ছৈয়দুল আলমের ছেলে হামিদ হোছাইন।

মামলার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চকরিয়ার ফাঁসিয়াখালী জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কে রশি টানিয়ে ব্যারিকেড তৈরি করে ডাকাত দল। এ সময় দুইটি মোটরসাইকেলে থাকা চার আরোহী ছিটকে পড়েন। ডাকাতরা তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে এবং মোটরসাইকেলসহ সর্বস্ব লুট করে নেয়।

ঘটনায় আহত মাহমুদুল্লাহ হক (৩৪) ঘটনাস্থলেই মারা যান। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার নবী হোসেনের ছেলে। নিহতের বাবা ৩ জনের নাম উল্লেখ করে ৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে লুট হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “অভিযানে এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছে এবং উদ্ধার করা হয়েছে লুট হওয়া মোটরসাইকেল।”