চকরিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত
নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবি বেগম (৩৫), তার মা ও শাশুড়ি, বোন সাদিয়া হক (২৪)-যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী, এবং শ্যালিকা ফারজানা লিজা (২২)-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এনামুল হক পাটোয়ারী (৪৫), তার ছোট কন্যা এবং এক শ্যালক। তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মারছা পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা জানান, মহাসড়কের ওই অংশে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিরাপদ গতিসীমা ও নিয়মিত ট্রাফিক তদারকির দাবি জানিয়েছেন এলাকাবাসী।











