গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাবি শিক্ষার্থীসহ চারজন দগ্ধ
সাভার (ঢাকা) প্রতিনিধি।। ঢাকার সাভারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীসহ চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও পথে আগুন নিভে যাওয়ার সংবাদ পেয়ে ফিরে যায় তারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এ সময় চার জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, দগ্ধদের মধ্যে দুজন ওই বাড়ির মালিক আবদুর রহমানের দুই ছেলে আব্দুস সোবহান রায়হান (৩০) ও আব্দুর রাহাত (২৭)। রায়হান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। অপর দুই জন হলেন– সাইফুল ইসলাম রনি (২৭) ও হাসিনুর রহমান (২৮)। রনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ও ঢাকা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
আহতরা সবাই আশুলিয়া থানাধীন ইসলামনগর ও আশেপাশের এলাকার বাসিন্দা।
আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, ‘গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।’
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘চার জন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।’











