ঢাকা | জানুয়ারী ১৮, ২০২৬ - ৬:৩৪ অপরাহ্ন

শিরোনাম

গুরুতর অসুস্থ শান্তি প্রিয় চাকমার পাশে দাঁড়াল বিজিবি

  • আপডেট: Sunday, January 18, 2026 - 3:09 pm

বরকল প্রতিনিধি।

বরকল উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ছোট হরিনার মাস্টারপাড়া গ্রামের গুরুতর অসুস্থ বাসিন্দা শান্তি প্রিয় চাকমার পাশে দাঁড়িয়েছে ছোট হরিনা জোনের ১২ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা শান্তি প্রিয় চাকমা হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অসুস্থতার কারণে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি) ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ায়। আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী ভুক্তভোগী পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন এবং পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষায় নয়, মানুষের কল্যাণে সহযোগিতা করাকেও নিজেদের দায়িত্ব মনে করে। শান্তি প্রিয় চাকমার চিকিৎসার জন্য পর্যায়ক্রমে আরও সহযোগিতা করা হবে।

অনুদান প্রদানকালে জোন কমান্ডারের সঙ্গে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় হেডম্যান, কারবারি, ইউপি সদস্য, বাজার কমিটির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোগীর পক্ষে অনুদান গ্রহণ করেন তার স্ত্রী ম্যানেকা চাকমা।