গুইমারায় ১৯টি দোকান পুড়ে ছাই

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে মধ্যরাতে হাজী ইসমাইল মার্কেটে আগুনে অন্তত ১৯টি দোকান পুড়ে গেছে।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে অন্তত ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের পাশাপাশি গুইমারা বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মার্কেটের ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ। ফায়ার সার্ভিস ও দোকান মালিকদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গুইমারা থানার ওসি এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।
তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে বলে অভিযোগ করে দ্রুত গুইমারায় ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।